মতলব দক্ষিণ

উন্নয়ন মেলায় পল্লী বিদ্যুৎ সমিতি প্রথম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনের উন্নয়ন মেলার সমাপনি বুধবার (১১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী ২৯টি স্টলের মধ্যে বিভিন্ন কর্মকান্ডে ১ম স্থান অধিকার করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব জোনাল অফিস। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার তানভীর হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন প্রধান, মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সফিকুল ইসলাম। এ সময় উপজেলার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল মোস্তফা তালুকদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কায়সার জামিল, উপজেলা কৃষি অফিসার মোঃ তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, পল্লী বিদ্যুতের এজিএম মোসলেহ উদ্দিন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ৩ দিনের উন্নয়ন ১ম স্থান অধিকারী চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি-২ এর মতলব দক্ষিণ জোনাল অফিস, ২য় স্থান অধিকারী উপজেলা প্রকৌশলী অফিস, ৩য় স্থান অধিকারী যৌথভাবে উপজেলা মাধ্যমিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে পুরষ্কার প্রদান করা হয়। এ ছাড়া মেলায় অংশ গ্রহণকারী প্রতিটি স্টলকে পুরষ্কার প্রদান করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় মতলব পৌরসভার আয়োজনে সঙ্গীতানুষ্ঠান।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ৩০ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ

Share