কচুয়া

৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি ) সকাল ১০টায় ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান শিশির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাবের মিয়া, পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

অনান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জাকির হোসেন, ওসি একেএমএস ইকবাল প্রমুখ।

পরে অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলের ৩২টি স্টল ঘুরে দেখেন।

প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু কচুয়া
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ৩২ পিএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ

Share