Home / চাঁদপুর / ডা. দীপু মনি উন্নয়ন মেলার উদ্বোধনী র‌্যালিতে যোগ দেবেন
Dipu Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

ডা. দীপু মনি উন্নয়ন মেলার উদ্বোধনী র‌্যালিতে যোগ দেবেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এম পি সোমবার ( ৯ জানুয়ারি ) ভোর ঢাকা থেকে রওয়ানা দিয়ে চাঁদপুরের উন্নয়ন মেলার র‌্যালিতে যোগ দেবেন।

ডা . দীপু মনি এমপির ব্যক্তিগত সহকারী টুটুল মজুমদার এ তথ্য জানান।

সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নের সামনে চাঁদপুর জেলার ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধনী র‌্যালি বের হবে। র‌্যালি শেষে সাড়ে ১০টায় প্যাভেলিয়ন প্রাঙ্গনে মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি এমপি।

তিনি দুপুর ১২টায় চাঁদপুর শহরের নতুন বাজার বঙ্গবন্ধু ফাউন্ডেশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

আবদুল গনি
।। আপডটে, বাংলাদশে সময় ০৭: ০৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রোববার
এইউ

Leave a Reply