শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৬ জানুয়ারি বুধবার দিন ব্যাপী এ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রানচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন, ১১টার দিকে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তি প্রস্থর স্থাপন, ১২টার দিকে কালোচোঁ, চিতোষী সোনাপুর, আরএন্ডএইচ ভায়া কাদ্রা বাজার সড়কের বক্স কালভাট ভিত্তি প্রস্থর স্থাপন, সাড়ে ১২টায় উঘারিয়া-দৈয়ারা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উঘারিয়া-দৈয়ারা সড়কে নির্মান কাজের ভিত্তি প্রস্তর ও পূর্ব খেড়িহর সরকারী প্রাথমিক বিদ্যালয় নব-নির্মীত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন মূলক ও ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বলেন, করোনার মধ্য দিয়েও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। রাস্তা-ঘাট, ব্রীজ, কালভাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।
তাছাড়াও করফুলেন্নেছা মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ৪তলা একাডেমীক ভবন। শাহরাস্তির ২টি প্রধান সড়কের প্রায় ১৪০কোটি টাকা ব্যয়ে পূণ সংস্কার কাজ সহ ব্যপক উন্নয়মূলক কাজ ইতি মধ্যে সমাপ্ত হয়েছে। আরো অনেক উন্নয়ন মূলক কাজ নির্মান চলমান আছে। আপনাদের সকলের সহযোগীতা নিয়ে বাকী সকল উন্নয়ন মূলক কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূইঁয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউপী চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন।
সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল আলম, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি সোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন বাবুল, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম মজুমদার, মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সামছুল হক মিয়াজী, উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ মাঈন উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা ডাক্তার জীবন চন্দ্র মজুমদার সহ আওয়ামলীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,৬ জানুয়ারি ২০২১