চাঁদপুর

‘দেশের অন্য জেলার তুলনায় উন্নয়নে চাঁদপুর এগিয়ে রয়েছে’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘দেশের অন্য জেলার তুলনায় চাঁদপুর জেলা উন্নয়নে এগিয়ে রয়েছে। ১০ টাকায় চাল বিতরণের ক্ষেত্রে দুর্নীতি পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মা ইলিশ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘মা ইলিশ ধরার অপরাধে যেসব জেলেকে আটক করা হবে তাদের জেলে নিবন্ধন কার্ড বাতিল করা হবে। দেশের ২৭ জেলায় ইলিশ পাওয়া গেছে এ ক্ষেত্রে চাঁদপুরের অবদান রয়েছে।’

সভার কার্যবিবরনী পাঠ ও সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুদ হোসেন।

সভায় জেলার সরকারি দপ্তরগুলোর বিগত মাসের কাজের অগ্রগতি ও সমস্যা নিয়ে স্ব স্ব দপ্তর প্রধান ও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আঃ মান্নান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম. দেলোয়ার হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদীপ কুমার দত্ত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যাহ, বিদ্যুৎ উন্নয়ন বোডের চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুর ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউদ্দিন, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা খোরশেদ আলম , যুব উন্নয়নের উপ-পরিচালক শামছুজ্জামান, পল্লী উন্নয়ন বোর্ডে উপ-পরিচালক জুয়েল আহমেদ, জেলা সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক মো. রাসেদুজ্জামান, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী আহম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল কুদ্দুস,১৫০ মে:ও বিদ্যুৎ উৎপাদনের নির্বাহী প্রকৌশলী কাত্তিক চন্দ্র মন্ডল, জেলা সমবায় কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার নুরুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসের সহকারী কর্মকর্তা সুভাস রায়, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী,হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মজুমদার,মতলব (দ:)উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মতলব (দ:)উপজেলা নির্বাহী কর্মকর্তা(উ:)মফিজুল ইসলাম,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাআশ্রাফ হোসেন প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share