সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সাংসদ ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে যার অবদানের জন্য সম্ভব হয়েছে। তিনি উন্নয়নের রুপকার শেখ হাসিনা সরকার। সরকার যা বলেন তা করেন। ৮ বছর আগে এ কলেজের চেহারা কি ছিল তা সকলের জানা আছে। বর্তমানে কলেজের অনেক উন্নয়ন হয়েও নানা ধরণের সমস্যা সমাধান করা হয়েছে। পর্যায়ক্রম চাঁদপুরের উন্নয়নে কাজ করা হবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৩১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur