ফরিদগঞ্জ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন: শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে পৌরসভার ৮নং ওয়ার্ডের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে পৌরসভার ওয়াপদা মাঠে আয়োজিত পথসভায় উপজেলা আ’লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ- সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, যুগ্ম-সাধারন অ্যাড. জহিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন অর-রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আ’লীগের সাধার সম্পাদক মেয়র মাহফুজুল হক, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য কৃষিবিদ ডা.কমল কান্তি মজুমদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম-সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, উপজেলা আ’লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন নাহার অনি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সধারন সম্পাদক কাউছার উল আলম কামরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মনির, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দীপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, পৌর ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী ও সধারন সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজী।

এ সময় শামছুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালোবেসে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে নৌকা প্রতীক দিয়েছেন।

নেত্রীর হাতকে শক্তিশালী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ১৯৭১ সালে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তিনি মানুষের জন্য কাজ করেন। আবুল খায়ের পাটওয়ারী মানে উন্নয়নের অগ্রগতি। বিগত পাঁচ বছরে পৌর এলাকায় যে পরিমান কাজ হয়েছে, বাকী কাজ গুলো সমাপ্ত করতেই আবুল খায়ের পাটওয়ারীকে মেয়র হিসেবে নির্বাচিত করতে হবে। এ উন্নয়ন ধরে রাখতে আপনারা আবারও নৌকায় ভোট দেবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সহ- সভাপতি লোকমান তালুকদার, আব্দুর রহমান বাবলু, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, জেলা কৃষকলীগের সিনিয়র সহ- সভাপতি মো. হারুন অর রশিদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রবিউল হোসেনসহ, আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিবেদক:শিমুল হাছান,১১ ফেব্রুয়ারি ২০২১

Share