মতলব উত্তর

উন্নয়নের জন্য ক্ষমতার ধারাবাহিকতা দরকার : মতলবে ত্রাণমন্ত্রী মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের আন্তজার্তিক স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। দেশ সব বাঁধা অতিক্রম করে দ্রæত এগিয়ে যাচ্ছে। উন্নয়নের জন্য ক্ষমতার ধারাবাহিকতা দরকার। উন্নয়নের ধারাবাহিকতায় আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হয়।

বুধবার (৩০ মে) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে নিজ মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন সেন্টারের নির্মানের কাজ পরিদর্শণকালে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রাস্তাঘাটের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে লুটপাটের রাজত্ব কায়েম করে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতকে বর্জন করে শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী আরো বলেন,এ বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনের পূর্বেই সকল উন্নয়ন কাজ শেষ করতে হবে। উন্নয়নমূলক কাজের মধ্যে ব্রিজ নির্মাণ, বিভিন্ন সড়ক নির্মাণ, সংস্কার ও উন্নয়ন, ভূমি অফিস নির্মাণ, সাইক্লোন সেল্টার, স্কুল, কালভার্ট নির্মাণ, হাটবাজার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে। বিশেষ করে সড়ক উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের জীবন মানের অনেক পরিবর্তন এসেছে। গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চলেও আজ পাকা সড়ক। এছাড়া ব্রিজ ও কালভার্ট নির্মাণে সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা।

তিনি আরো বলেন, গ্রামগুলোতে সড়ক নির্মাণের ফলে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পন্য সহজেই বাজারজাত করা যাচ্ছে। এতে করে কৃষকরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন। গত ৮ বছরে সরকারের ব্যাপক উন্নয়নে মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার সকল বাজার-হাটেই যোগাযোগ নির্বিঘœ হয়েছে। এ উপজেলায় কোন কাঁচা রাস্তা নেই বললেই চলে। মানুষের জীবন মানের অনেক উন্নতি হয়েছে।

বিভিন্ন নিত্য নতুন সড়ক ও ব্রিজ নির্মাণ হওয়ায় মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে তেমনি তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে। সড়ক হওয়াতে গ্রামের জমির দাম বৃদ্ধি পাচ্ছে। ব্রিজ-কালভার্ট নির্মাণে মানুষের কষ্ট লাঘব হয়েছে। তিনি মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে নিজ মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন সেন্টারের নির্মানের কাজ পরিদর্শণকালে এটি দ্রæত কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে ঠিকাদার এবং কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এইচএম জাহাঙ্গীর আলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক কামাল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এটিএম ফেরদৌস আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, আঃ সালাম খান,ছেংগারচর পৌর আ’লীগ নেতা আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ খোকন প্রধান, পৌর আ’লীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া,সাধারণ সম্পাদক দিদার মোল্লা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর পোৗর শ্রকিলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শেখ ফরিদ বেপারী, উপজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম প্রধান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি প্রার্থী খোরশেদ আলম চৌধুরী, রাইয়ান ক্যাবল নেটওয়ার্ক প্রোপ্রাইটর ও মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শাহিন চৌধুরী,উপজেলা ছাত্রলীগৈর সদস্য মোঃ আমিনুল ইসলাম, খোরশেদ আলম,অলিউল্যাহ প্রধান, অলিউল্যাহ অলি, পৌর যুবলীগ নেতা মারফত আলী মজুমদার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সাধারণ সম্পাদক আল-ইমরান, পৌর যুবলীগ নেতা বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু প্রমুখ।

এরপূর্বে ত্রাণ মন্ত্রীর নিজ বাসভবনে চাঁদপুর জেলা, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার সামছুন্নাহার পিপিএম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, প্রকৌশলী মো. এনামুল হক, থানার ওসি আনোয়ারুল হক কামাল, শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কাজী আবদুল ওয়াহিদ মো. সালেহসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল

Share