চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ ও নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতবিশ্বে পরিচিতি পাবে। যেভাবে উন্নয়নের গতিতে চলছে দেশ, তাতে গত বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৫ গুন।’
শনিবার (৪ মার্চ) উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর এবিএস ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাও. সেফায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি যেভাবে উন্নত বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিতি করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তার কাজে আমাদেরকেও অংশিদার হতে হবে। তাহলে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যেই সম্ভব ইউরোপ আমেরিকার মতো মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি পাবে।’
উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আঃ রশিদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারন সম্পাদক গাজী মোহাম্মদ মাইনুদ্দিন, সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) মো. মনজিল হোসেন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফরিদুল্লাহ্ চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আ. লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান মোল্লা, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আহসান হাবিব অরুন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ ইকবাল, শহর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ হায়দার পারভেজ সুজন, বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেনর প্রধানীয়া, হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জা, গন্ধর্ব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মেলিটারি, হাটিলা পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বর্তমান হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোঃ নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হিটু, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজম্মলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মানিক, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির হোসেন সোহেল, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা মোঃ কামাল হোসেন, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ ওয়াজেদ তাজ, ছাত্রলীগ নেতা সৈকত হাসান, অরবিন আহমেদ সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি অলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উর্দ্ধমূখী সম্প্রসারন এবং ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান শেষে ও পৌর এলাকার মনিনাগ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদঅর্থ প্রদান করেন।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়