চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে উন্নত বাংলাদেশ গড়তে আজকের ছাত্রদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামী বাংলাদেশ ছাত্ররাই নেতৃত্ব দিতে হবে।’
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি শিক্ষিত, কর্মমুখী ও দেশপ্রেমিক জাতি’ই দেশকে এগিয়ে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কেবল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকলেই চলবে না। সারা বছর ছাত্র-ছাত্রীদের খেলাধুলার চর্চা করতে হবে।’
প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর চেম্বার সভাপতি সুভাষ চন্দ্র রায়, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ, চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসাইন।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ০০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur