ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, উন্নত জাতি ও দেশ গঠনে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য এ কথা আমরা প্রায় প্রতিনিয়ত শুনে থাকি। একটি দেশের জনসমষ্টিকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা মানেই মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। যতক্ষণ তা অর্জিত না হয় ততক্ষণ এর বিরূপ প্রভাব জাতির জন্য বোঝা স্বরূপ। তাই জাতীয় উন্নয়নে মানব সম্পদ উন্নয়নের বিকল্প নেই। আর মানব সম্পদ উন্নয়নে শিক্ষাই একমাত্র প্রধান ভূমিকা রাখে। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।
বিকেলে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বপনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্র করে চলছে। বর্তমান সরকারকে নানা ভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই এ সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ দেওয়া।
ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন মিয়া, প্রবাসী ও সমাজ সেবক মো. রুবেল পাটওয়ারী, জসিম উদ্দিন মিজি, মো. জুটন তালুকদার ও জাহাঙ্গীর মিজির সার্বিক পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, অভিভাবক ফারুক আহমেদ মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিকল্পনা সম্পাদক সাবের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম ভূঁইয়া, শাহাবুদ্দিন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সানজিদ হৃদয়, ক্রীড়া সম্পাদক ইয়াসিন গাজী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাগর প্রমূখ।
উল্লেখ্যঃ বৃত্তি পরীক্ষায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২ এপ্রিল ২০২৫