Home / চাঁদপুর / ‘আধুনিক ও উন্নত চাঁদপুর জেলা গড়ে তুলবো’
উন্নত

‘আধুনিক ও উন্নত চাঁদপুর জেলা গড়ে তুলবো’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর হাইমচর-৩ আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দিনব্যাপী তিনি সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড এবং বাজার এলাকায় প্রচারণা চালান।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি হয়েছে। প্রচারণার অংশ হিসেবে তিনি পথসভা, উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে আলাদা আলোচনা করেন।

গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে করমর্দন, পরিচিতি বিনিময় এবং তাদের সমস্যা-বঞ্চনার কথা শোনেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, জনগণ তাকে নির্বাচিত করলে আধুনিক ও উন্নত চাঁদপুর জেলা গড়ে তুলবেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে একটি ইনসাফভিত্তিক ও দায়িত্বশীল সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। সেখানে প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলবাজি, অবিচার বা জুলুমের কোনো স্থান থাকবে না। দেশের মানুষ সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করবে।অসহায় ও দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যয় সরকারি খরচে বহন করা হবে।নারীদের মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করা হবে।সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের জন্য সরকারি প্রণোদনা বৃদ্ধি, উন্নত বীজ-সার ও কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা হবে।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সমাজ উন্নয়ন সংস্থার চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদের খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ ইকবাল হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে বিভিন্ন স্থানে জনসমর্থন ও শুভেচ্ছা পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বেড়ে যায়।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
৯ ডিসেম্বর ২০২৫