চাঁদপুর

উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করে তাদের সহযোগিতা করবো

স্টাফ করেসপন্ডেন্ট :

জেলা সার ও বীজ মনিটরিং সভার ওয়ার্কিং পেপার কার্যবিবরণী পাঠ অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।

এ সময় তিনি বলেন, ‘ভালো ফসল ফলানোর জন্যে দরকার ভালো বীজ। তারা চাহিদামত ভালো ফসল উৎপাদন করতে পারলে লাভবান হবে। আমাদের আরেকটি কথা খেয়াল রাখতে হবে, কৃষকরা যদি ভালো ফসল উৎপাদন করলো কিন্তু ভালো দাম পেলো না তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এর জন্যে সর্বদা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খেয়াল রাখতে হবে। অনেক কাজই নিয়ন্ত্রণে এনে করতে হয়। হাইমচরে কৃষকরা যেনো ভালো বীজ পায় সেদিকে খেয়াল রাখবেন। সেখানে একশ্রেণীর দালালের আনাগোনা থাকে, তারা যেনো কোনোপ্রকার সমস্যা না করতে পারে এর প্রতিও লক্ষ্য রাখবেন। আমি থাকাকালীন কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বীজ প্রদান করা হয়েছে। আশা করি সামনে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি সবসময় কৃষি কর্মকর্তাদের সহযোগিতা করেছি। এছাড়া বিভিন্ন উপজেলায় কৃষি কর্মকর্তা ও কৃষকদের নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরো বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যেনো সহনীয় থাকে তার প্রতি দৃষ্টি থাকবে। চাঁদপুরে আমি সকলের সহযোগিতা নিয়ে ভালো ছিলাম। আমরা উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করে তাদের সহযোগিতা করবো।’

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহাম্মদসহ বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট:   বাংলাদেশ সময়  ০৪:২৪ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share