চাঁদপুর

উদয়ন শিশু বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রেণিতে মেধা প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে ও সদস্য গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share