ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প সত্যিই প্রশংসনীয় উদ্যোগ : ড. মোহাম্মদ আবদুল মজিদ

চাঁদপুর সদরের বাবুরহাট স্কুল এন্ড কলেজে ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প-৩-এর সমাপনি অনুষ্ঠান ও মডেল স্কেল-আপ প্রস্তাবনা অনুষ্ঠানে ইউনুস অডিটোরিয়ামে ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প-৩-এর সমাপনি অনুষ্ঠানে চেক বিতরণ কালে সাবেক সচিব, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড.আবদুর মজিদ বলেন, ‘ আমাদের জেনারেশন তো চলে যাচ্ছে ;পরবর্তী জেনারেশন যেনো ভালো চিকিৎসা ও শিক্ষা নিয়ে বড় হয়-সে লক্ষ্যে আরো বেশি কাজ করতে হবে। ড.সবুর খান বর্তমানে সারা দেশের প্রাইভেট বিশ^বিদ্যালয়ের সভাপতি।তিনি দেশের শিক্ষা নিয়ে কাজ করছেন। শিক্ষাবৃত্তি দিয়ে ভালো মানুষ তৈরি করতে পারি। ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সুদমুক্ত ঋণ দিয়ে জীবিকা নির্বাহের জন্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান যে কাজ করে যাচ্ছেন তা সত্যি বাংলাদেশের জন্যে ব্যতিক্রম । ’

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো.সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড.মুহাম্মদ আব্দুল মজিদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘ আমাদের পরবর্তী জেনারেশন যেনো ভালো চিকিৎসা ও ভালো শিক্ষা নিয়ে বড় হতে পারে সে লক্ষ্যে আরও বেশি কাজ করতে হবে । তিনি আরো বলেন, সরকারকে বলছি, বিশ্ব ব্যাংক থেকে ঋণ না নিয়ে নিজস্ব উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য খাতে কাজ করার জন্যে। তাহলে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত থাকবে বাংলাদেশ।’

ড. সবুর খান তাঁর বক্তব্যে বলেন,‘ অর্থের জন্যে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে পারে না। ধৈর্য ধরে পাঁচ বছর পর আপনাদের টাকা আপনাদের ফিরিয়ে দিতে পেরে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। একেবারে সুদমুক্ত ঋণ দিয়ে দারিদ্র্য থেকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। নতুন করে আরো ৫শ জন বা ১ হাজার জন হতদরিদ্র পরিবারকে জীবিকা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবো। কখনোই মনে হিংসা আনা যাবে না, বরং একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে হবে।”

স্বাগত বক্তব্য দেন- প্রকল্প পরিচালক মো. আসাদুল্লাহ খান। প্রকল্পের মূল বিষয়বস্তর উপর কনটেইন এর মাধ্যমে বক্তব্য দেন মো. জাহাঙ্গীর হোসেন ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। সুবিধাভোগেিদর মধ্যে বক্তব্য দেন আঁচল দলের কুলছুমা বেগম ,পাহাড়ী দলের ছিদ্দিকুর রহমান,নবদিগন্তের সাহিদা বেগম ও শিক্ষার্থী কাজী আদনান হোসেন। ভিডিও ক্লিপ প্রদর্শনী উপত্থাপন করেন আইসিটির মো.ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচারনা করেন সহকারী শিক্ষক মো.আল আমিন সাকী ।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশসহ অন্য সাংবাদিকবৃন্দ এবং ড্যাফোডিল কলেজ ও স্কুলের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় ড.সবুর খান অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিদের নিয়ে জীবিকা প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের তৈরি নিজস্ব সামগ্রী ঘুরে ঘুরে দেখেন এবং তিনি কিছু ক্রয়ও করেন।

আবদুল গনি
২২ আগস্ট ২০২৫
এজি