ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান।
১ নভেম্বর সোমবার সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসার মো.মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা বেগম, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারাফত উল্ল্যা,প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন পাটোওয়ারী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এড.জাহিদুল ইসলাম রোমান প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ তুলে ধরে বলেন,‘একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রয়ণ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কর্মসৃচি, নারীর ক্ষমতা, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসৃচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদি।’
জহিরুল ইসলাম, ১ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur