চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সচিবের পর একই ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা করোনা পজিটিভ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তার গ্রামের বাড়ি উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রাম। এর আগে করোনায় আক্রান্ত ইউপি সচিব আর ওনি একসাথে ইউনিয়ন পরিষদের অনেক কাজে একত্রিত করেছিলেন। তার সংর্স্পশে আসায় সেও করোনায় আক্রান্ত হলেন।
১৩ মে বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দা ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা যুবক করোনা উপসর্গ (জ্বর ও,সর্দি,কাশি) নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে গত ১০ মে সোমবার। পরে তাকে করোনার সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমটিইপিআই) ভাষানচন্দ্র কীর্তনীয়া। পরে তার নমুনা পাঠানো হয় ঢাকায় পাঠানো হয়। যা বুধবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। উল্লেখ্য এর আগে অত্র ইউনিয়নের সচিব করোনায় পজিটিভ আসে।
প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল,১৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur