জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি উদ্ভাবনী মেলা। মেলাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা প্রশাসন।
ব্যানার, ফেস্টুন, মুলফটকে সৌন্দর্য বর্ধন এবং আলোক সজ্জায় ভিন্ন রূপে সেজেছে স্টেডিয়াম প্রঙ্গন।
আজ ১৭ জানুয়ারি মঙ্গলবার থেকে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে এ উদ্ভাবনী মেলা।
এ উপলক্ষে আজ ১৭ জানুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের করে চাঁদপুর স্টেডিয়ামে মেলা স্থলে গিয়ে তা শেষ হবে। তারপর সকাল সোয়া টায় সেখানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ও আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুল হাই।
এছাড়াও দিনব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন সময়ে থাকছে কনটেন্ট উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার ২য় ও ৩য় দিন সকাল থেকে কার্যক্রম শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। মেলার ২য় দিন ১৮ জানুয়ারি বুধবার ও সকাল ১০ টায় কনটেন্ট উপস্থাপনা করা হবে।
বেলা ১২ টায় স্বপ্ন ব্যাংক চাঁদপুর বিষয়ে কনটেন্ট উপস্থাপনা করবেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুল হাই।
দুপুর ৩টায় কুইজ প্রতিযোগিতা উপস্থাপন্ করবেন চাঁদপুর কম্পিউটার সমিতি।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিনে ১৯ জানুয়ারি সকাল ১০টায় কনটেন্ট উপস্থাপনা করবেন আইসিটি এক্সপার্ট মো. সবুর খান।
দিনব্যাপী কার্যক্রম শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ।
এছাড়াও ৩ দিনব্যাপি উদ্ভাবনী মেলায় থাকছে বিশেষ আর্কষণ সেলফি জোন, মোবাইল ট্রেনিং বাস ও ফ্রি ডিজিটাল কনেন্টসহ বিভিন্ন আয়োজন।
কবির হোসেন মিজি ॥
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ০০ এএম, ১৭ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur