চাঁদপুরে এম.এ রহমান কার ইমপোর্টস লিঃ এর উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল বন বিভাগ সংলগ্ন রোডের পাশে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী।
এম.এ রহমান কার ইমপোর্টস লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. তানজিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মামুন খান।
এসময় উপস্থিত ছিলেন বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বকাউল, ছাত্র নেতা শাহাদাত হোসেন প্রিন্স, পৌর ছাত্রদলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী বলেন, সমাজের ভাল উদ্যোক্তার প্রয়োজন। তানজিলুর ভাল একটি কাজের উদ্যোগ নেয়ায় তাকে ধন্যবাদ জানাই। সে যেন ভাল ভাবে এই ব্যবসাকে এগিয়ে নিতে পারে, সেই জন্য সকলের সহযোগিতা করবেন।
এম.এ রহমান কার ইমপোর্টস লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. তানজিলুর রহমান জানান, এম.এ রহমান ৩ টি কাজ করবে ও সার্ভিস দিবে। থাকবে ব্যাংক লোন ও কিস্তির সুবিধা। ব্রাক, সিটি ও পূবালী ব্যাকের সাথে আমাদের চুক্তি রয়েছে। এ ছাড়া ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সাথেও চুক্তি রয়েছে। কল সেন্টারে ফোন করার ১ ঘন্টার মধ্যে আমাদের সার্ভিস সেবা পৌছে যাবে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি নাইমুল ইসলাম।
স্টাফ রিপোর্টার/
২১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur