শিক্ষাঙ্গন

উদ্বোধনের অপেক্ষায় সেন্দ্রা সপ্রাবি’র নতুন ভবন

দির্ঘদিনের প্রত্যাশিত হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মীত আধুনিক ভবণটি এখন উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। আগামী ১৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বিদ্যালয়ের এ ভবনটি উদ্বোধন করার কথা রয়েছে।

গত কয়েক বছর ধরে ঝরাজীর্ণ পুরানো ভবণের নিচে এমনকি খোলা আকাশের নিচে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে পাঠদান করে আসছে। ১৯৬২ ইং সালে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপ্তিত হওয়ার পর ২০১৫ সালে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়ে।

পরে স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র ডিও লেটারের মাধ্যমে প্রায় ৮৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যায়ে মেসার্স রুহিদাস বনিক নামের ঠিকাদার প্রতিষ্ঠান ২০১৬-১৭ অর্থ বছরের মধ্যে অত্যধুনিক এ ভবনের কাজ সম্পন্ন করে।

এ বিষয়ে সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল বলেন, ‘আমাদের বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন অবসর প্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

ইতিমধ্যে বিদ্যালয়ের আঙ্গীনাকে প্রস্তুত এবং স্থানীয় উপজেলার নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের এমপি স্যারের নিকট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী চির কৃতজ্ঞ যে কারনে ওই দিন স্যারকে সবাই সাদরে গ্রহন করার লক্ষে যাবতীয় প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ১৭ এপ্রিল মঙ্গলবার সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী উঠান বৈঠকে যোগ দিবেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়

Share