চলমান পরিস্থিতিতে বেকার হয়েপড়া সমাজের খেটে খাওয়া মানুষদে জন্যে সহায়তার হাত বাড়িয়ে দিলো উদীয়মান প্রজন্ম। উদীয়মান প্রজন্ম চাঁদপুর জেলার উদ্যোগে চাঁদপরে অসহায় পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
গত কয়েকদিন ধরে সংগঠনের সদস্যরা করোনার কারণে ঘরে আটকে থাকা অসহায় পরিবারদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেয়।
সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি নাছির হোসেন রাজু জানান, গেল কয়েদিন ধরে আমরা পর্যায়ক্রমে চাঁদপুর শহরের পুরানবাজার, বাসস্ট্যন্ড, নানুপুর , চৌরাস্তা, বাগাদী, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের খেটে খাওয়া মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরণ করেছি।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক রুবেল হোসাইন, উপ কমিটির সভাপতি মঞ্জিল হোসেন অপু, সিনি-সহ সভাপতি মোহাম্মদ উল্যা মুন্না, যুগ্ন সম্পাদক মেহেদি হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি, ৪ মার্ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur