প্রয়াত কবি, লেখক, সংগঠন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি রণজিৎ চন্দ্র রায়ে স্মরণসভা ৮ মে মঙ্গলবার সন্ধায় সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার আয়োজ স্মরণসভায় সংগঠনের সদস্য, রাজনীতিক, শিক্ষক, কবি, লেখক, সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবরের পরিচালনায় স্মৃতিচারণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যডা. জহিরুল ইসলাম, সিপিবি জেলা শাখার সভানেত্রী মনিষা চক্রবর্তি, পুরাণবাজার কলেজের সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, উদীচী চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, সংগীত শিল্পী কৃষ্ণা সাহা, সাংবদিক বিমল চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লিলা মজুমদার, গোপাল সাহা, নাট্যজন মাহমুদ হাসান, জয়রাম দে, চাঁদপুর লেখক পরিষদের আহŸায়ক জাহাঙ্গীর হোসেন, কবি ও গল্পকার রফিকুজ্জামান রণি, কবিতার কাজগ তরী’র সম্পাদক কবি আশিক বিন রহিম, উদীচী শহর শাখার সাধারণ সম্পাদিকা প্রশিকা সরকার।
এসময় প্রয়াত রণজিৎ চন্দ্র রায়ের স্ত্রী দীপিকা রাণী রায়, কবি ও লেখক ইকবাল পারভেজ, আলিজা হোসেন, সালাউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
প্রতিবেদক : আশিক বিন রহিম