বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন হচ্ছে আগামি ২ ও ৪ জুন। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় এ সম্মেলন উদ্বোধন করবেন মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।
‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে,সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে।’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠিতব্য এ সম্মেলন বৃহস্পতিবার ২ জুন বেলা ৩টায় উদ্বোধন করা হবে।
সংগঠনের প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগের আরিফ নূর জানিয়েছেন, আজ সম্মেলন নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন তারা। তোপখানা রোডের উদীচী কার্যালয়ে সকাল ১১ টায় সংবাদ সম্মেলন হবে।
৩০ মে ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur