চাঁদপুরে জাতীয় কবি’র ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন

চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম জয়ন্তী ২৫ মে বুধবার বিকেল আড়াইটায় উদযাপিত হয়েছে । নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.রেজাউল করিম ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক ফতেহ উল বারী রাজা,সংগঠনের প্রকাশনা সম্পাদক ও মতলব ওয়াইসীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ ওয়ালিদ হোসেন খান । সঞ্চালনায় ছিলেন নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুরের সাধারণ সম্পাদক আবদুল আবদুল গণি ।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর প্রতিভা ধর বাংলা সাহিত্যে তাঁর অবদান,সঙ্গীত,সংবাদপত্রের সম্পাদনা, গান,উপন্যাস কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয় । আলোচনায় বিদ্রোহী কবিতার বিষয় সম্পর্কে বিশেষ তথ্য উপস্থাপন করা হয়্ ।

আগামি দিনে শিক্ষার্থীরা যাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ ও সাহিত্যে অবদান সম্পর্কে আরো বেশি জ্ঞান লাভ করতে পারে সে বিষয়ে নজরুল গবেষণা পরিষদ তার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে আলোচকগণ বক্তব্য রাখেন ।

সিনিয়র করেসপন্ডেন্ট
চাঁদপুর টাইমস
২৫ মে ২০২২
এজি

Share