Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় কবি’র ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন
nazrul

চাঁদপুরে জাতীয় কবি’র ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন

চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম জয়ন্তী ২৫ মে বুধবার বিকেল আড়াইটায় উদযাপিত হয়েছে । নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.রেজাউল করিম ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক ফতেহ উল বারী রাজা,সংগঠনের প্রকাশনা সম্পাদক ও মতলব ওয়াইসীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ ওয়ালিদ হোসেন খান । সঞ্চালনায় ছিলেন নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুরের সাধারণ সম্পাদক আবদুল আবদুল গণি ।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর প্রতিভা ধর বাংলা সাহিত্যে তাঁর অবদান,সঙ্গীত,সংবাদপত্রের সম্পাদনা, গান,উপন্যাস কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয় । আলোচনায় বিদ্রোহী কবিতার বিষয় সম্পর্কে বিশেষ তথ্য উপস্থাপন করা হয়্ ।

আগামি দিনে শিক্ষার্থীরা যাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ ও সাহিত্যে অবদান সম্পর্কে আরো বেশি জ্ঞান লাভ করতে পারে সে বিষয়ে নজরুল গবেষণা পরিষদ তার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে আলোচকগণ বক্তব্য রাখেন ।

সিনিয়র করেসপন্ডেন্ট
চাঁদপুর টাইমস
২৫ মে ২০২২
এজি