এক লোক সাকিবের কাছে বারেবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছে। এরপর আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পিছন থেকে ‘ভাব মারায়’ বলে বাজ ভাষা ব্যবহার করে। সাকিব তখন চেতে ফেরত আসে!
অর্থাৎ সাকিব মোটেও সহ্য করতে পারেন নি ঐ কটু কথা যার কারণেই ক্ষেপে গিয়ে তেড়ে আসেন। টি-টোয়েন্টিতে এত দিন একটাই সিরিজ জয় ছিল বাংলাদেশের। সেটাও ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। গতকাল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারিয়ে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
সেন্ট কিটসে প্রথম ম্যাচ হারার পর ফ্লোরিডায় জিতেছে টানা দুই ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানের পর গতকাল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানে। এরই প্রভাব টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানরা এগিয়েছেন কয়েক ধাপ।
তিন ম্যাচে একটি ফিফটিসহ সর্বোচ্চ ১০৩ রান সাকিব আল হাসানের। ফিফটি আছে একটি। এ জন্য ব্যাটিং র্যাংকিংয়ে এগিয়েছেন আট ধাপ। বাংলাদেশ অধিনায়ক এখন ৪৫ নম্বরে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur