৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ চাঁদপুরের হাজীগঞ্জে ৭ জন শিক্ষার্থী ও তাদের গর্বিত পিতা-মাতাকে ফুল দিয়ে বরণ এবং মিষ্টি মুখ করিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুনুর রশিদ।
৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৭ জন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
সদ্য উত্তীর্ণ হওয়া ওই ৭ জন শিক্ষার্থীরা হলেন, হাজীগঞ্জ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির,একই এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা (অন্তু)।
টোরাগড় বদরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে নুরুন নবী জুয়েল, কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল বাশারের ছেলে মাহাদীয়ে বাশার,বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, মকিমাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি, বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুুর গ্রামের নারায়ণ চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা।
সোমবার ১ নভেম্বর রাতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুনুর রশিদ ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইব্রাহিম খলিল ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশনে ফুল, ফল ও মিষ্টি নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে কৃতি শিক্ষার্থী ও তাদের পিতা- মাতাকে অভিনন্দন জানান।
৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের চেষ্টা কথা জানান সুমাইয়া বিনতে কবির। তিনি বলেন, সরকার ঘোষণা দিয়েছিল বিসিএসসে ডাক্তার নিয়োগ দিবে, তখন থেকে আমার আগ্রহ যাগে কিছু করার। এরপর আমি পড়াশোনা শুরু করি। টানা কয়েকমাস ধরে সব কিছু বাদ দিয়ে পড়াশোনা করতে থাকি। এর জন্য কোথাও চাকরি করিনি, কোথাও বেরও হয়নি। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পরীক্ষার নাম্বার হয়তো কম কিন্তু তার জন্য অনেক পড়াশোনা করতে হয়েছে। অনেক রাত জাগা পরিশ্রমের ফলে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি।

তিনি আরও বলেন, আমি আগে ভালো মানুষ হতে চাই,তাহলে ভালো ডাক্তার হতে পারব। আমি তরুন প্রজন্মকে বলব, তোমরা যা কর মন থেকে কর,সৎ থাক,তাহলেই সফল হবে। আমি আমার স্বার্ধমত চেষ্টা করবো,গরিব দু:খী মানুষের পাশে দাঁড়াতে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুনুর রশিদ বলেন, ‘৪২তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এক উপজেলায় ৭ জন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবের। বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি এবং তারা ও তাদের পরিবার সকলেই গর্বিত। তাই নিজ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছি।’
এসময় উপস্থিতিত ছিলেন রোটা.কমল,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামিম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত,সদস্য মনিরুজ্জামান বাবলু।
শরীফুল ইসলাম , ২ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur