মতলব দক্ষিণ উপজেলার উত্তর নলুয়া চৌরাস্তা বায়তুল নুর জামে মসজিদের নব নির্মিত নতুন ভবনের উদ্ধোধন করা হয়। শুক্রবার ( ২৫ অক্টোবর) নতুন ভবনে জুমার নামাজ আদায়ের মাধ্যমে উদ্ধোধন করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা মোঃ অলি উল্যাহ। জুমার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করছেন আল্লামা খাজা মোঃঅলি উল্লাহ দাঃবিঃ ইসলামপুর গাছতলার পীর সাহেব।
উত্তর নলুয়া বায়তুল নুর জামে মসজিদ কমিটির সভাপতি চাঁদপুর জজ কোটের এ্যাডভোকেট আল আমিন হোসেন উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মসজিদের প্রধান উপদেষ্টা হাজী মোঃ আব্দুল গণি বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকিরগাঁও সামাজিক মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন অত্র মসজিদ কমিটির সহ সভাপতি কামরুল হাসান লিটন,সাধারণ সম্পাদক মোঃ হোসেন গাজী। এছাড়া সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক,সুধীজন এবং বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur