চাঁদপুর জেলার হাজীগঞ্জের ৩নং কালচোঁ ইউনিয়নের ছিলাচোঁ গ্রামের এক কৃষকের ওপর প্রতিপক্ষের হামলা ঘটায়।
জানা যায়, একই গ্রামের মজুমদার বাড়ির মৃত আঃ কাদের মজুমদারের ছেলে কৃষক আব্দুল ছাত্তার মিয়া (৫০) কে গত ২৩ ডিসেম্বর সকালে একই এলাকার আনোয়ার মজুমদারের ছেলে ইকবাল,আকবর আরিফসহ ৭/৮ জন মিলে জমিতে আলু রোপন অবস্থায় মারধর করে। তারা লাঠিসোঁটা ও রড, দা দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ জখম করে পালিয়ে যায়। কৃষক ছাত্তারের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে ওই কৃষক চিকিৎসাধীন রয়েছে।
পরদিন ওই কৃষক বাদী হয়ে প্রতিপক্ষ ৭ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
হাজীগঞ্জ করেসপন্ডেন্ট || আপডেট: ০৮:২৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur