রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সেখানে পাঠানো হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।
কীভাবে আগুনের সূত্রপাত, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
টাইমস ডেস্ক/ ১৭ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur