Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ‘অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীদের হারিয়ে যেতে দিবো না’
Motbinimoy uno

‘অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীদের হারিয়ে যেতে দিবো না’

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেছেন, অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে যেতে দিবো না। মেধা কখনো আর্থিক সীমাবদ্ধতার দায়ে আটকে থাকে না।’

শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে শাহরাস্তি ল্যাবরেটরী স্কুলের শুভযাত্রা উপলক্ষে সুশীল সমাজ এবং স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমরা বিশ^াস করি সারা বাংলাদেশের মধ্যে এ শিক্ষা প্রতিষ্ঠান অনুকরণী হয়ে থাকবে।

প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এ প্রতিষ্ঠানকে নিয়ে অভিভাবকদের আস্থা অর্জন করতে চাই। যাতে তারা অনত্র গিয়ে তাদের সন্তান নিয়ে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লেখা করাতে গিয়ে হয়রানি শিকার না হয়।’

এসময় মেয়র বলেন, উপজেলা মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে অভিভাবকরা তাদের সন্তানরে নিয়ে শহরে গিয়ে তাদের পড়া লেখা করান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, উপজেরা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খান, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, মোঃ ফারুক আহমেদ চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ রেজাউল করিম মিন্টু, বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদেও, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আবু ইউসফ পাটওয়ারী,চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর প্রমুখ।

মতবিনিময় সভা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ ৯:০৩ পিএম, ৩১ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply