চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলেকট্রিকাল ট্রেডের চীপ ইন্সট্রাক্টর আব্দুর রশিদের বদলি জনিত ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবম শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও বাষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানটির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌঃ ড. মোঃ সিরাজুল ইসলাম।
প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মো. শাহাজালালের পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী ইলেকট্রিকাল ট্রেডের বিভাগের চীপ ইন্সট্রাক্টর আব্দুর রশিদ, অটোমোবাইল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মো. আলমগীর হোসেন, কম্পিউটার ট্রেডের বিভাগীয় প্রধান মোহাম্মদ শরীফুর রহমান, ড্রেসমেকিং ট্রেডের মো. মনির হোসেন, গনিত বিভাগের ইন্সট্রাক্টর আল আমিন, মোজ্জাম্মেল হোসেন প্রমুখ।
বার্ষিক মিলাদ মাহফিলের দোয়া মোনাজাত করেন শিক্ষক মাও. মো. রইস।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আনোয়ারুল হক
২৯ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur