চাঁদপুর কচুয়া উপজেলার উজানী গ্রামের মহিউদ্দিন তোহা (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র ৭দিন ধরে নিখোঁজ রয়েছে।মহিউদ্দিন তোহা ৫ সেপ্টেম্বর রোববার দুপুরে নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে আসতেছি বলে নিখোঁজ রয়েছে।
সে উজানী গ্রামের ইসহাক মোল্লা বাড়ির মাওলানা হেলাল উদ্দিনের ছেলে এবং উজানী মাদ্রাসায় নূরানী বিভাগে অধ্যয়নরত রয়েছে।
তার বড় ভাই মো: রায়হান মিয়া জানান, আমার ছোট ভাই মহিউদ্দিন তোহা ঘটনার দিন দুপুরে সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে আর বাড়ি ফেরত না আসায় আমরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়ি। তাকে হারিয়ে তার পরিবার এখন পাগলপ্রায় হয়ে পড়েছে।
কোনো সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮১১১২৩১৯৪ ও ০১৬৪৭৬০১৫৩০ এই নাম্বারে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা গেল।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১১ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur