উজানীর মাহফিল কচুয়াকে দেশব্যাপী পরিচিত করে তুলেছে

ক্বারী ইব্রাহীম (রহঃ) উজানী জামেয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদরাসায় নূরের বাতি জ¦ালিয়ে গিয়েছেন। এই মাদরাসা অবস্থিত চাঁদপুর জেলার কচুয়ায়। এখানে উপ-মহাদেশের অলি-আউলিয়া, কামেল, দরবেশ ও বুজুর্গানে দ্বীনি মুসলমানদের এক মিলন-মেলা। এখানে সারা বাংলাদেশ হতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহন করে। দুনিয়াতে সুখ-শান্তি ও আখিরাতে নাজাত লাভের আশায় সকল কাজ-কর্ম ত্যাগ করে আল্লাহর খাটি মুমিন বান্দার খাতায় নাম লিখাতে পারেন। তাই মেহনত মনে না করে হাজির হওয়া উচিত এ মাহফিলে। আমি ডা. মোশাররফ সরকার আমার কচুয়ার ২৪৩টি গ্রামের যুবক ও সকল বয়সী ভাইদের অনুরোধ করে বলবো আগামী ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিত উজানীর বার্ষিক মাহফিলে আপনারা দলে দলে হাজির হয়ে আমাদের নতুন বাংলাদেশের জন্য ও মানুষের জন্য দোয়া করবেন।

আমরা যেন আগামী দিনগুলোতে সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের কে যেন শয়তান ধোকা দিয়ে হানাহানি, মারামারি ঘটাতে না পারে। আর আমরা সাবধান থাকিব বাতেল ও ভন্ডামি কার্যক্রম থেকে দূরে থাকিব। সবাই দোয়া করবেন। আমিন।

লেখক: ডা. মোশাররফ সরকার

Share