চাঁদপুর পৌরসভার উদ্যেগে শহরে অবৈধ মোটর চালিত রিক্সা ও ফুটপাত দখল করে বিভিন্ন মালামাল বিক্রেতা ভ্যানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৩ ও ১৪ জানুয়ারি দুদিনের এ অভিযানে শতাধিক অবৈধ মোটর রিক্সার ব্যাটারি বিনষ্টকরণ ও ২৫টি ভ্যানের শাকসবজি-ফলমূল জব্ধ করা হয়। জব্ধকৃত শাকসবজি-ফলমূল শহরের দুটি মাদরাসার এতিমদের মাঝে বণ্টন করে দেয়া হয়।
এদিকে ফুটপাতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলে নিশ্চিতকরণে পালবাজার ব্রিজ ,কালিবাড়ী,শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ছায়াবানীর মোড়, মিশন রোড, বাসস্ট্যান্ড, বিষ্ণুদী, ষোলঘর জিটি রোড, বিটি রোড, ওয়ারল্যাছ বাজার, ট্রাক রোড, লন্ডন ঘাট, নতুন বাজার ও জোড় পুকুর পাড় এলাকায় হকার ও অস্থায়ী কাঁচা বাজার উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার।
এ সময় লাইসেন্স পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন, সহকারী লাইসেন্স পরিদর্শক রফি, সহকারী এসেসর শাহরিয়ার, ষাঁটলিপিকার রিয়াজ উদ্দিন রাসেল, বাজার সহকারী পরিদর্শক এমদাদ উল হক মিলন, ভাণ্ডার রক্ষক মোঃ ফয়সাল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৪ জানুয়ারি ২০২০