বিশ্বব্যাংক বৃহস্পতিবার (৮ সেপ্টম্বর )রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উচ্চশিক্ষা উন্নয়নে ১০ কোটি মার্কিন ডলার ঋণ পেতে চুক্তি স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ । শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রকল্পটির বাস্তবায়ন করবে।
চলতি বছরের জুলাই থেকে ২০২১ সালের জুন মাসের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উচ্চশিক্ষার উন্নয়নে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট শীর্ষক এটিই প্রথম প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের পারফরমেন্সের ওপর ভিত্তি করে অর্থছাড় দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দেয়া এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে সরকারকে পরিশোধ করতে হবে।
কাজী শফিকুল আযম বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ীই সহায়তা পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা খাতে ভবিষ্যতে সেক্টর কর্মসূচি হাতে নেয়ার লক্ষ্য রয়েছে। যদিও বর্তমানে স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষায় সেক্টর কর্মসূচি চালু রয়েছে
ড. জাহিদ হোসেন বলেন, বিশ্বব্যাংক শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমাদের ৯১০ কোটি মার্কিন ডলারের পোর্টফোলিও রয়েছে। এর মধ্যে ১৯ % হচ্ছে শিক্ষা খাতে। আগে প্রাথমিক ও মাধ্যমিকে সহায়তা দিয়েছে। বর্তমানে উচ্চ , কারিগরি ও অন্যান্য শিক্ষায় সহায়তা বাড়ানো হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমিনুর রশীদ, ইউজিসির সদস্যসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur