আন্তর্জাতিক

উচ্চবর্ণের নারীকে নিয়ে ভাইয়ের পালিয়ে যাওয়ার অপরাধের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট: ০৭:০৭ পিএম, ২৯ আগস্ট ২০১৫, শনিবার

ভারতের উত্তর প্রদেশের দলিত সম্প্রদায়ের এক তরুণ উচ্চবর্ণের এক নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে তার দুই বোনকে ধর্ষণের শাস্তি ঘোষণা করেছে গ্রাম পঞ্চায়েত। একইসঙ্গে তাদের মুখে কালি মেখে নগ্ন করে গ্রামে হাটানোর নির্দেশ দেয়া হয়েছে।

২৩ বছরের মিনাকেশ কুমারী এবং তার বোন (১৫) এ শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য দেশটির সুপ্রিমকোর্টের কাছে আবেদন করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশে উচ্চবর্ণের জাট সম্প্রদায়ের এক নারীর সঙ্গে মিনাকুমারীর ভাইয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর মতামত না নিয়েই একই সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে ফেব্রুয়ারি মাসে জোর করে বিয়ে দেয়া হয়। মার্চ মাসে ওই নারী ঘরভেঙে মিনাকুমারীর ভাইকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু দলিত সম্প্রদায়ের তরুণের পরিবার পুলিশের নির্যাতনের শিকার হলেও শেষ পর্যন্ত দু’জনেই গ্রামে ফিরে আসতে বাধ্য হয়।

উচ্চবর্ণের সম্প্রদায়ের বিরুদ্ধে এ অপরাধের প্রতিশোধ হিসেবে দুই বোনকে ধর্ষণ করার এবং তাদেরকে নগ্ন করে হাটানোর সাজা দেয় গ্রাম পঞ্চায়েত। রায়ের পর দুই বোন পালিয়ে রাজধানী নয়াদিল্লিতে চলে আসেন এবং তাদের রক্ষার জন্য ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন।

এদিকে, এ ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আদালতে এ সাজার বিরুদ্ধে একটি আবেদন করেছে।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share