ঈশানবালায় আইন শৃঙ্খলা ও আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা ওআচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারী শনিবার সকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দীন।

তিনি বলেন, চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার নির্বাচন ইতমধ্যে শেষ হয়ে গেছে। 

ইনশাল্লাহ নীলকমল ইউনিয়নেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো হুমকি ধমকিতে ভীত হবেন না। নির্বাচনের দিন ভোটাররা নিবিঘ্নে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সকলে সহযোগিতা করবেন। 

তিনি আরও বলেন, প্রতিটা প্রার্থী ভোটারদের কাছে যাবেন। প্রার্থী ও জনগনের মধ্যে সু-সম্পর্ক তৈরি করবেন। কোথায়ও আইনের ব্যক্তয় ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আগামী ৫ জানুয়ারী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন

ডিআইও-২ মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লা।

বাহেরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ মন্ডলের পরিচালনায় চেয়ারম্যানের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতিকের সালাউদ্দিন আহম্মেদ সর্দার, আনারস প্রতিকের সউদ আল নাছের, ঘোড়া প্রতিকের রতন হাজী, হাতপাখা প্রতিকের রায়হান উদ্দিন মোল্লা, লাঙ্গল প্রতিকের আবু সুফিয়ান মাঝি।

সাধারণ ও মহিলা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন 

১নং ওয়ার্ডের আসাদুজ্জামান স্বপন, জুলহাস মোল্লা, ২নং ওয়ার্ডের মিজানুর রহমান সর্দার, ৪ নং ওয়ার্ড মনির শিকদার, রতন সর্দার, (৭,৮,৯) সংরক্ষিত আসনের মমতাজ বেগম।

এসময় হাইমচর থানার ওসি (তদন্ত) সুভ্রত কুমারসহ প্রার্থী ও এলাকার জনগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ বিএম ইসমাইল, ১ জানুয়ারি ২০২২

Share