ঈর্ষাকাতর মনটাকে ছুঁতে দেই না
নকল সুখের জানালা
হৃদয় যদি জ্বলে যায় তবু ও
থাকতে চাই আমি একেলা।
চারদিকের স্বার্থপর সম্পর্ক
আমি হয়ে যাই চুপ
জীবনের ক্যানভাসে দেখি চেয়ে
একজনেরই কত রূপ।
চাই না আমি ভালোবাসার জন
চাই না ঈর্ষা ভেজা রাত
চাই না ভিজে যাওয়া সময়ের
মসৃণ দুটো হাত।
সময় বয়ে যাবে ঋণের টানে
কষ্টেরই নোনা জলে
উপগত হতে চাই না আমি
কখনো ঈর্ষার কবলে।
ডেইজী আশরাফ
|| আপডেট: ০৮:৫২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur