কচুয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কান্দিরপাড় সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার রাতের আধারে কান্দিরপাড় গ্রামের ১শ ২৫জন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে কান্দিরপাড় সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যরা এসব ঈদ সামগ্রী পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সহ-সভাপতি মামুন প্রধানিয়া যুগ্মসাধারণ সম্পাদক সবুজ হোসেন অর্থ সম্পাদক রাকিবুল হাসান মিন্টু,সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক শামীম হোসেন সহ প্রায় সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় নানামূখী সামাজিক কর্মকান্ড পরিচালনা করে এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এলাকার সাধারন মানুষের পাশে থেকে ভালো কাজ করে যেতে চান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur