চাঁদপুরের মতলব উত্তরে রব-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ঘনিয়ারপাড়ে রব-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ নির্বাচনি আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন- সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন মিয়া মানিক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট, ৩০ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur