Home / চাঁদপুর / চাঁদপুরে ঈদে ঘুরতে বেরিয়ে ৬ মোটরসাইকেল আরোহী আহত
ঈদে

চাঁদপুরে ঈদে ঘুরতে বেরিয়ে ৬ মোটরসাইকেল আরোহী আহত

চাঁদপুরে ঈদের দিনে ঘুরতে বের হয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা ৬ আরোহী গুরুতর আহত হয়েছে।

২১ জুলাই বুধবার বিকেল ৫ টার দিকে চাঁদপুর শহরতলীর বাবুরহাট পুলিশ লাইন্সের নার্সারি গেইট ও চাঁদপুর সদর উপজেলার গাছতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৃথক দু’টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে পৃথক দুটি মোটর সাইকেলে থাকা ৬ জন যুবক গুরুতর আহত হয়।

আহতরা হলেন চাঁদপুরের লালদিয়া এলাকার মুসলিম খানের পুত্র মেহেদি (২৪), তার ছোটভাই ইমন (১৮) ও তাদের খালাতো ভাই আবু তাহের সিদ্দিক আনন্দ (২১)।

এছাড়া অপর দুর্ঘটনায় আহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার শিলন্দদীয়া গ্রামের দুদু গাজীর পুত্র শাওন (১৮),জাহাঙ্গীর মিয়ার পুত্র তামিম (১৬) ও মিজান খানের পুত্র সৈকত (১৬)।

প্রত্যক্ষদর্শী সোহেল খান ও মোস্তফা কামাল জানান, পবিত্র ঈদুল আজহার দিন  বিকেলে লালদিয়া এলাকার মেহেদী তার দুই ভাইকে নিয়ে একটি মোটরসাইকেলে করে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পুলিশ লাইনের নার্সারি গেটের সামনে গেলে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেন।

এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই প্রাইভেট কারের নিচে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী মেহেদী ও তার ছোট ভাই ইমন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর ভাবে আহত হন। 

অপরদিকে আহত শাওন জানান, একই দিন দুপুরে তারা তিনজন শিলন্দদীয়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে করে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তার দিকে ঘুরে বেড়াতে যান। তারা সেখান থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে চাঁদপুর-রায়পুর ব্রিজের দক্ষিণ দিকে গাছতলা এলাকায় একইভাবে  বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে তারাও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। 

পৃথক দু’টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৬ আরোহীর মধ্যে মেহেদী ও তার ছোট ভাই ইমনের অবস্থা বেশি গুরুতর বলে জানা গেছে। 

প্রতিবেদকঃ কবির হোসেন মিজি, ২১ জুলাই ২০২১