এবারের ঈদুল ফিতরে দেশের সংবাদপত্রে রেকর্ড ৬ দিনের ছুটি থাকছে। ঈদের চারদিনের ছুটি, পহেলা বৈশাখের সঙ্গে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করায় সংবাদপত্র সংশ্লিষ্টরা এবার টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন। এর আগে দেশের ইতিহাসে সংবাদপত্রে টানা ৬ দিনের ছুটির নজির নেই।
শনিবার সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-৯ থেকে ১৪ই এপ্রিল টানা ৬ দিন ছুটি ঘোষণা করে।
নোয়াব সভাপতি এ কে আজাদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ৯ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। এ কারণে ১০ থেকে ১৫ই এপ্রিল পত্রিকা প্রকাশিত হবে না।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর সংবাদকর্মীরা ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিন হয়। সে হিসাবে ৯ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত চার দিন ছুটির এক দিন পরই আবার পহেলা বৈশাখ। এদিনও সংবাদপত্র বন্ধ থাকে। সংশ্লিষ্টদের সুবিধার কথা বিবেচনা করে ১৩ ই এপ্রিল বিশেষ ছুটিসহ ৬ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।
উল্লেখ্য, ছাপা পত্রিকা বন্ধ থাকলেও মানবজমিন অনলাইন ও মাল্টিমিডিয়া যথারীতি চালু থাকবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ৬ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur