ঈদে রাস্তায় যানজট থাকবেনা স্বাচ্ছন্দে ঘরে ফিরবে মানুষ

এবারের ঈদে মানুষ স্বাচ্ছন্দে ঘরে ফিরতে পারবে এবং রাস্তার জন্য কোনো যানজট হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় মহাসড়ক পরিদর্শন করে এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘সববারের তুলনায় এবারের ঈদে আমাদের প্রস্তুতি ভালো। এতে কোনো ঘাটতি নেই। মহাসড়কের অবস্থাও আগের চেয়ে ভালো। তবে চন্দ্রায় সড়ক মেরামতের কারণে কিছুটা যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।’

এছাড়া ঈদের আগে মহাসড়ক ময়লা ও দখলমুক্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো চলমান প্রক্রিয়া, ঈদের পরেও যে রাস্তা দখল হয়ে আছে সেগুলো পর্যায়ক্রমে মুক্ত করা হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিদ রেজা, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।(বাংলামেইল)

নিউজ ডেস্ক ।। আপডেট ৪:১৪ পিএম,২০ জুন ২০১৬,সোমবার

Share