চাঁদপুর

ঈদপূর্ব মুহূর্তে যানজটের দখলে চাঁদপুর শহর!

আর একদিন পেরুলেই এদেশের মুসলমানরা মেতে উঠবে পবিত্র ঈদুল আযহার আনন্দে। এটি ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব।

প্রিয় মানুষগুলোর সাথে তাই ঈদের আনন্দ ভাগ করে নিতে দেশের বিভিন্ন প্রান্তে জীবিকার প্রয়োজনে আটকে থাকা মানুষগুলো নারির টানে ফিরে আসেন। যার ফলে দেশের অন্যান্য জেলা শহরের ন্যায় সিকি কোটি মানুষের প্রিয় শহর চাঁদপুরে দিনে দিনেই যেনো মানুষের ¯্রােত বেড়ে চলছে। ঘরমুখো মানুষের এই চতুর্মুখী চাপে চাঁদপুর শহর এখন যেনো অনেকটাই যানজটের দখলে চলে গেছে।

যার ফলে ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষগুলোকে যানজট নামের বোগন্তির শিকার হতে হচ্ছে।

রোববার (১০ সেপ্টম্বর) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে সিমাহীন যানজট চিত্র চোখে পড়ে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ছায়াবানী মোড়, কালিবাড়ি শপথ চত্ত্ব এবং পাল বাজার ব্রিজের গোড়া এলাকায় সিএনজি অটোরিক্সার দীর্ঘ লাইন দেখা গেছে।

এদিকে খোঁজ নিয়ে দেকা গেছে , চাঁদপুর জেলার ট্রেন স্টেশন, লঞ্চঘাট ও বাস ষ্টেশনগুলোর প্রধান স্ট্রান্ডলো শহরের প্রানকেন্দ্র কালিবাড়ি এলাকার কাছাকাছি হওয়ায় সারা বছর ছোট্ট এই শহরটিতে যানজট লেগেই থাকে। তাছাড়া মত্রারিক্ত সিএনজি অটোারক্সা যানজটের অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।

এছাড়া শহরের কালিবাড়ি শপথ চত্বর, শহীদ মিনার প্রাঙ্গন, ছায়াবাণী মোড়সহ শহরের বিভিন্ন গুত্বপূর্ণস্থানে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রি উঠা নামা করাও যানজটের অন্যতম কারণ বলে মনে করছে সচেতন মহল।

একটি সূত্র থেকে জানা যায় শহরে এখনো প্রায় ৫ হাজার লাইসেন্স বিহীন অবৈধ সিএনজি আটো-রিক্সা চলাচল করছে। এসব সিএনজি বা আটো রিক্সাগুলোর মালিকরা ট্রাফি পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাসিক মাসোয়ারা মাধ্যমে ম্যনেজ করেই তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

শহরবাসীর দাবি লাইসেন্স বিহীন অবৈধন রিক্সা, সিএনজি, অট্রো-রিক্সা চলাচল বন্ধে সংশ্লিস্ট কতৃপক্ষ আরো বেশী কঠোর হোক। এ ব্যপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌর মেয়রের দৃষ্টি কামনা করেছেন জেলার সচেতন মহল।

: আপডেট, বাংলাদেশ সময় ২:১০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share