কচুয়া

কচুয়ায় ইউএনও’র হস্তক্ষেপে মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু’র হস্তক্ষেপে উপজেলার মনপুরা গ্রামে জান্নাত আক্তার (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে।

সে ওই গ্রামের প্রবাসী মো. ইমাম হোসেনের মেয়ে ও মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ৯ম শ্রের্নীর ছাত্রী।

মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মা জেসমিন বেগম একই উপজেলার সফিবাদ গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগরের সাথে বাল্য বিয়ের আযোজন করে।

পরে খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু’র মাধ্যমে ইউপি সদস্য মো. ওবায়েদ মিয়াকে ঘটনাস্থলে পাঠিয়ে বাল্য বিয়ের কুফল সর্ম্পকে বুঝিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

তবে অন্য দিকে একটি অসাধু মহল মাদ্রাসা ছাত্রীর মা-কে ফুঁসলিয়ে ওই ছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

Share