হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবারের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুছের র্যালি, আলোচনা সভা শুক্রবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় ধেররা ইমামে রাব্বানী দরবার থেকে বাদ জুমা জশনে জুলুছের র্যালি বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় দরবারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জশনে জুলুছের র্যালি ও দোয়া অনুষ্ঠানে ইমামে রাব্বানী দরবার শরীফের পীরে তরিকত আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী আল মাদানী’র নেতৃত্বে ও জশনে জুলুছের প্রস্ততি কমিটির সচিব মাও.শফিকুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা.মো.আহসান হাবীব অরুন।
এ সময় বক্তব্য রাখেন, ইমামে রাব্বানী দরবার শরীফের বড় শাহেবজাদা সৈয়দ মাও. আলমগীর শাহ্ মোজাদ্দেদী, ধেররা মাদ্রাসা আবেদীয়া মুজাদ্দেয়া আরবী শিক্ষক মাও. আবুল হাসেম শাহ্, মাও. মো.শাহ মোজাদ্দী, বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাআতে জেলা সভাপতি অধ্যক্ষ মাও.মফিজুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যক্ষ মাও. মোহাম্মদ আলী নকশীবন্দী,হাজীগঞ্জ উপজেলার সভাপতি জাকির হোসেন মিজি, সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন, মেজো হুজুরের বড় সাহেব জাদা সৈয়দ মাখদুম শাহ্ মুজাদ্দেদী।
প্রতিবেদক : জহিরুল আসলাম জয়, হাজীগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০০ পিএম, ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার
এইউ