Home / চাঁদপুর / ঈদে মিলাদুন্নবীতে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি
ঈদে মিলাদুন্নবীতে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

ঈদে মিলাদুন্নবীতে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিলাদ ও দোয়া র‌্যালীসহ নানা কর্মসূচি বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হিরন বেপারীর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো.আবদুল হালিম,ফিল্ড সুপারভাইজার মো.মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনারের ঢাকা বিভাগীয় কার্যালয়ে ডি জি মোসাদ্দেক হাসান,বিষ্ণুদী ইসলামিয় সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো. জসিম উদ্দিন।

আরো বক্তব্য রাখেন আল হেলাল জামে মসজিদের খতিতব মাও. মো. আবদুর রহমান ।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো.বিল্লাল হোসেন।

দোয়া মুনাজাত পরিচালনায় করেন মাও. আবদুস সালাম, কুরআন তেলয়াত করেন চাঁদপুর সদর কুরআন শিক্ষা কেন্দ্রের বিবি ফাতেমা জামে মসিজদের সুমাইয়া বিনতে ছালাম ,নাতে রাসূল (স) পরিচালনায় করেন চাঁদপুর কুরআন শিক্ষা কেন্দ্রের বিবি ফাতেমা জামে মসিজদের ফাতিমা আফরোজ ফায়িজা ।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে ইলিশ চত্ত্বরে এসে শেষ হয়।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৫:০০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ