পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কচুয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার নানা কর্মসূচী পালন করা হয়।
মর্কসূচীর মধ্যে ছিলো আলোচনা সভা, র্যালী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন।
ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে র্যালীটি সকাল ১১টায় উপজেলা কোর্ট বিল্ডিং চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট বিল্ডিংয়ে এসে আলোচানা সভায় মিলিত হয়।
এতে ইসলামিক ফাউন্ডেশন কচুয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ হাছান মজুমদারের সভাপতিত্বে ও মডেল কেয়ার টেকার মোফাজ্জল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন- আসুন, সকলে মিলে সমাজে ইসলাম বিস্তার করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি। সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। কেউ যাতে ধর্মকে পুঁজি করে অপপ্রচার ও মিথ্যাচার করে শান্তি বিনষ্ট না করতে পারে সে দিকে ইমামদের চোখ-কান খোলা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু।
অনুষ্ঠান শেষে কেরাত, নাতে-রাসূল ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ৯ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
।। আপডেট : ১০:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur