আর অল্প ক’দিন পরই সারাদেশে একযোগে পালিত হবে প্রবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে গত কয়েক বছরের ন্যায় চাঁপুর শহরের যানজট নিয়ন্ত্রণ করতে প্রস্তুত রয়েছে জেলা স্কাউট সদস্যরা।
যানজট নিয়ন্ত্রণ রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি গত ২ সেপ্টেম্বর থেকে শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন দু’শিফটে কাজ করছে ৫০ জন স্কাউট ও মেঘনাপাড় স্কাউট সদস্যরা। তাদের এ দায়িত্ব চলবে ঈদ পূর্ব রাত পর্যন্ত।
চাঁদপুর শহরের শপথ চত্বর, ছায়াবাণী মোড়, পালবাজার গেটের সামনে ও ওয়ান মিনিট সংলগ্ন কালীবাড়ি মোড়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২৫ জন ও বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অপর গ্রুপে ২৫ জন দায়িত্ব পালন করছেন।
দুটি শিফটে স্কাউট ও মেঘনাপাড় স্কাউট সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
এছাড়াও চাঁদপুর লঞ্চঘাটে ঈদকে ঘিরে যাত্রীদের নিরাপত্তার জন্য এবং যাতায়াত যাতে কোন ধরনের ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য কাজ করছে শহীদ জাবেদ মুক্ত স্কাউট দল।
এর বাইরে ও শহরের গুরত্বপূর্ণ ঈদগাহ ময়দানে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কাজ করবে স্কাউট সদস্যরা।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ